মনের ক্ষিদে আশ মেটে না যতই তুমি চাও
তাই কিছুতে মন ভরে না যেটুকু তুমি পাও
যখন তখন লিখেই চলি
মনের সাথে কথা বলি
ওগো প্রভু আমায় তুমি আরও ক্ষিদে দাও।
************
********
****
কবিতা দিবস উপলক্ষে সকল কবির মনে এই ক্ষিদে জাগিয়ে রাখুক।
পেটের ক্ষুধা মেটানো যায়,
কিন্তু মনের ক্ষুধা মেটানো যায না।
আর তাই কবিদের মনের খোরাক লাগেও বেশি।
কারণ কবিগণ শুধু নিজের নয়, পাঠকেরও মনের ক্ষুধা মেটায়।
প্রভূর কাছে সুন্দর নিবেদনে সহমত
রেখে গেলাম প্রিয় কবি।
শুভ কামনা রইল।
একরাশ ফুলেল শুভেচ্ছা প্রিয় কবিকে।
দারুণ লিখলে বন্ধু!!
অনেক ভালোবাসা দিয়ে গেলাম তোমাকে।
ভালো থেকো।
খুব ভালো লাগলো মঞ্জুরিত কবিতা।
শুভকামনা সদা।
১) বুকের মধ্যে কবিতার গুঞ্জন
২) শব্দকে নিজের মতো করে নিবিড় করে নেয়া
৩) হৃৎপিণ্ড কামড়ে ধরা অনুভূতি
৪) বিশ্বাস , ভালোবাসা আর চ্যালেঞ্জ
এর সবকটা থাকলেই এই ক্ষিদে মিটবে।
প্রীতি ও শুভেচ্ছা।
কাব্য ওঠে জ্বলে।
শুভেচ্ছা রইলো।
"ভিক্ষুক আমি কবিতা আশে আসর মাঝে রই,
নিত্য নতুন কাব্য দেয় মোরে আছে আমার সই।
সকাল সন্ধ্যা সারাবেলা,
কাব্য প্রেমে ঝালাপালা,
তবু আমার মন ভরে না উদাস আমি হয়।"
অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানালাম প্রিয় কবি বন্ধু।
প্রিয় কবির জন্য আন্তরিক শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম।
ভালো থাকুন সব সময়!!
বাড়ুক সবার ক্ষিদে।
অনেক শুভেচ্ছা প্রিয় কবি বন্ধু ।
সব সময় ভাল থাকুন। শুভেচ্ছা ও শুভকামনা সর্বদা রইল।
পূর্ণ করুক প্রভু
কবিতা দিবসে
এইটুকু কামনা শুধু।
ভাল থাকুন, সুস্থ থাকুন।
আমার মনে হয় সকল কবিদেরই এমন ক্ষিদে আছে ,কবি ।
প্রভু যেন সকাল কবিদের এই ক্ষিদে বাড়িয়ে দেয়।
শুভ কামনা রইল কবি ।।।।
খুব সুন্দর নিবেদন!অনেক শুভেচ্ছা রইল!
অবশ্য প্রভুর দরদী প্রাণ সকলকেই নিশ্চই সকলকে দেবেন।
আন্তরিক শুভেচ্ছা রইল, ভালো থাকবেন অবিরাম।