বানাও জড়িবুটি
শম্পা ঘোষ
স্বপ্ন তুমি যতই বানাও
ওগো মিঞা
রাতের বেলা নিভিয়ে দিও
ঘরের দিয়া।
বউয়ের দেওয়া সুড়সুড়িটা
লাগবে ভালো
সানি লিওনের মুভি দেখে
জ্বালাও আলো।
রোমান্স নিয়ে বাঁচো তুমি
বেশ কিছু কাল
যৌবনটা ফুরিয়ে গেলেও
ছাড়াবে ছাল।
কলকলিয়ে ঘামছো কেনো
বলছি বলে
সত্যি কথা লুকিয়ে রাখো
মনের কোলে।
আতরমাখা উচ্ছাসটা
হারিয়ো নাকো
শরীর-দিলে মজবুত হোক
খুশির সাঁকো।
ভোজপুরী নাচ দেখতে কি চাও
ঐ স্বপ্নপুরে
আজ মত্ত হয়ে মিঞা-বিবি
থাক না ঘোরে।
জীবনটা এক ছোট্ট খাতায়
কাটে আঁকিবুকি
এইভাবে থাকুক জীবন
মন্দটা কি?
আনন্দটা নাও না লুটে
ফেলো গুটি
মিঞা-বিবি জোর বেঁধেছে
তারা সফল জুটি।
*********
******
***
!
আন্তরিক শুভেচ্ছা রইল
বড়ই ভালো,
নিজের মধ্যে থাকো তুমি
এটাই ভালো।
খুব সুন্দর লিখেছেন প্রিয় বন্ধু কবি
জড়িবুটির ফর্মুলাটা কোন শিকড়ে আছে
কাব্য মাঝে নেই উল্ল্যেখ খুঁজবে কোন গাছে
শিমুল-শিলা-অশ্ব-জিং নাকি লবঙ্গ কোথায় লুকিয়ে আছে।
ভালো লাগল মজার লেখা।
আন্তরিক শুভেচ্ছা নিরন্তর, ভালো থেকো বোন।
ভীষণ ভাল লাগল প্রিয় কবি।
সম্মান ও ভালোবাসা নিবেন কবিবর।
ভাল থাকুন, নিরাপদে থাকুন সদা।
আপনালয়ের একান্ততায়
আপন জনকে আপন করে
পেতে কত কথাই না মনে পড়ে..
এক অন্য রকমের আবেগ।।
ছন্দময় এবং নান্দনিকায়
লেখা কাব্যমালা কবিতাটি খুব ভাল হয়েছে।।
আমার কবিতার পাতায় আপনাকে আমন্ত্রিত।।
ভাল থাকবেন সব সময় শুভরাত্রী।।
প্রিয় কবিকে হার্দিক শুভেচ্ছা রইলো ।
ভালো থাকুন ।
অনেক শুভেচ্ছা রইল কবি
শুভেচ্ছা জানবেন।
সাধুবাদ জানাই।
মুগ্ধতা সহ ভালোলাগা রেখে গেলাম একরাশ।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন।
ভালো থাকুন
সুস্থ থাকুন
দরুন গতিময়তা।বেশ ভালো লাগল
শুভেচ্ছা প্রিয় কবির জন্য একরাশ।
শুনবে কি কেউ সত্যি?
শুধু বলার জন্যে বলবো না আজ
শোনার জন্যে বলছি...
দুর্দান্ত লাগলো সম্মানিত প্রিয় কবি,
ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর।
বলা আছে সব কবিতায় ।
ভালো লিখেছেন প্রিয় কবি। সাবধানে থাকবেন।
সত্য কতা জানতে পেরেও সব সত্যি বলতে নেই।
হা হা হা হা,, প্রিয় কবির সাথে আমিও সাহস করে একটু সত্য বলার সুযোগ পেয়ে গেলাম।
খুব সুন্দর রোমাঞ্চকর রচনা। ভালো লাগলো, অশেষ শুভকামনা প্রিয় শ্রদ্ধেয় কবির জন্য।
পাঠে মুগ্ধতা রেখে গেলাম
শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি
ভালো থাকুন সুস্থ থাকুন
শুভ রাত্রি।
চমৎকার ভাবনার প্রকাশ ।
শুভেচ্ছা সতত...
আজকেরটি,
জোট বেঁধেছে
মিঞা বিবির সফল জুটি
দারুন জমিয়ে দিলেন কবি দিদি
শুভেচ্ছা ও শুভকামনা রইল
সুন্দর লিখেছ সখী!
কেমন আছো? ভালো থেকো সবাইকে নিয়ে।
অনেক ভালোবাসা রাখলাম তোমার জন্য।
বেশ ভালো লেগেছে কবি!
খুবই মজার ও ভালো্লাগার
প্রেমের কবিতা । চমৎকার ! !
অজস্র শু্ভেচ্ছা , ভালো্লাগা ও শু্ভকামনা প্রিয় কবি ।
সুস্থা থাকুন আজীবন ।
অনন্য শিল্প শৈলীতে নির্মিত কবিতা।
পড়ে ভালো লাগলো প্রিয় কবি।
অশেষ শুভেচ্ছা , ভাল থেক সদা, প্রিয়কবি ভগিনী।