ও মেঘ দাও না বলে
কোথায় আমার ঘর
কোনো কিছু বলার আগে
কেনো এলো ঝড়?
ও ঝড় দাও না বলে
কোথায় আমার ঘর
দেখাও কেনো ব্যস্ত এত
বলছো কেনো সর?
ও আকাশ তুমি বলো
কোথায় আমার ঘর
কেউ আমাকে দেয় না বলে
সবাই করে পর?
মনটা আমার বড়ই খারাপ
পাই যে মনে ব্যথা
কেউ বলে না ঘরটি আমার
কয় না কোনো কথা!
মেঘে মেঘে ঘসাঘসি
গর্জে ওঠে ডেকে
কেউ শোনে না আমার কথা
দুঃখ জমে বুকে!
বিজলী কখন চমকে ওঠে
ঝলকে দিলো চোখ
তাকেও যখন প্রশ্ন করি
সেও বলে রোখ!
আমায় নিয়ে কেউ ভাবেনা
ব্যস্ত সবাই নিজে
আমায় কে জন্ম দিলো
পাইনি তারে খুঁজে!
অভিমান জমছে মনে
বাড়ছে বুকে ধারা
আর পারিনা রুখতে তাদের
ধরার বুকে ঝরা!
মেঘ তখন বললো তারে
শোনরে ওরে শোন
আমার বুকে জন্ম যে তোর
থাকিস কিছুক্ষণ!
এই হাহুতাস এই যে আবেগ
সবই যাবে চলে
আপন মনে পড়বি ঝরে
কখন যাবি ভুলে!
এবার আমি যাবো দূরে
করে দিলাম সৃষ্টি
ঝরতে থাক ঝরতে থাক
ওরে আমার বৃষ্টি।
*********
*******
****
দারুণ লিখেছিলে কাল কবিতাটি বন্ধু!!
আমার দেখা হয়নি।
অনেক ভালোবাসা রেখে গেলাম আগামী দিনের জন্য।
ভালো থেকো।
বৃষ্টি নিয়ে অসাধারন ভাবনার কাব্য পাঠে মুগ্ধ হলাম।
ধন্যবাদ প্রিয় কবিবন্ধু।
শুভেচ্ছা রইল আলোকিত আগামী প্রভাতের।
দীর্ঘ দগ্ধ আর্তি মাঝে ব্যাপ্ত হয়ে রই !
বৃষ্টি ও মেঘের বার্তালাপ অনবদ্য মাত্রা পেয়েছে l
অনন্যসাধারণ প্রকাশ !
গতকাল যে অবস্থা এই বঙ্গজূড়ে হয়েছে, আজ মানুষ মেঘ দেখলেই আঁতকে উঠছে।
মেঘের চোখে আজকে জল নেই, আতঙ্কে মানুষের চোখে জল।
আজ কিছু হয়নি, সত্যই দূরে সরে গিয়ে কথা রেখেছে মেঘ।
সুন্দর উপস্থাপনা। আন্তরিক শুভেচ্ছা রইল।
অনন্য সুন্দর শব্দের বিন্যাসে একটি সুন্দর কাব্য পাঠ করে মুগ্ধ হলাম
প্রীতি ও শুভেচ্ছা রইল সব সময়েই প্রিয় কবিবন্ধু
এক ঝাপটায় পড়ে নিলাম কবির চমৎকার কাব্য।
শুভকামনা কবি সব সময় সাথে সহস্র শুভেচ্ছা
কবি জানিবেন সর্বদা।
Causal chain আর ultimate result.
অনেক শুভেচ্ছা ও ভালবাসা জানালাম, ভালো থেকো ।
বৃষ্টির অসাধারণ কাব্য রূপে বিমোহিত!
প্রিয় কবির জন্য নবর্ষের শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম।
ভালো থাকুন সব সময়!!
করিনা কোন মান অভিমান,
যেথায় থাকি ঝরাই আঁখি
সরাই মনের কঠিন পাষাণ।
প্রিয় কবির অনবদ্য সৃষ্টিতে মোহিত। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কবিকে। ভালো থাকুন সব সময়।
অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানালাম।
বৃষ্টি নামের চোখের জলে নীলিমায় হারিয়ে গেলাম আমি।
ভগিনীসুলভ ভালোবাসা জানাই।
শুভেচ্ছা রহিল ।
অনন্য স্বাদের বাস্তবতা
ভাবনার অনিন্দতা
অনুভবের গভীরতা
মনে আনে মুগ্ধতা।
অনেক অনেক শুভকামনা
প্রিয় দিদি ভাইয়ের জন্য।
পাতায় আসার বিনীত
আবেদন রাখলাম।
ভাল থাকুন, সুস্থ থাকুন।
কবিতা পাঠে খুবই মুগ্ধ হলাম।
কবির জন্য রেখে গেলাম অনেক অনেক শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা।
সর্বদা ভালো থাকুন।।
ভালবাসা রইল ...