ও মেঘ দাও না বলে
  কোথায় আমার ঘর
কোনো কিছু বলার আগে
   কেনো এলো ঝড়?
  ও ঝড় দাও না বলে
  কোথায় আমার ঘর
দেখাও কেনো ব্যস্ত এত
  বলছো কেনো সর?
ও আকাশ তুমি বলো
  কোথায় আমার ঘর
কেউ আমাকে দেয় না বলে
    সবাই করে পর?
মনটা আমার বড়ই খারাপ
   পাই যে মনে ব্যথা
কেউ বলে না ঘরটি আমার
  কয় না কোনো কথা!
মেঘে মেঘে ঘসাঘসি
   গর্জে ওঠে ডেকে
কেউ শোনে না আমার কথা
   দুঃখ জমে বুকে!
বিজলী কখন চমকে ওঠে
ঝলকে দিলো চোখ
তাকেও যখন প্রশ্ন করি
   সেও বলে রোখ!
আমায় নিয়ে কেউ ভাবেনা
    ব্যস্ত সবাই নিজে
আমায় কে জন্ম দিলো
   পাইনি তারে খুঁজে!
অভিমান জমছে মনে
  বাড়ছে বুকে ধারা
আর পারিনা রুখতে তাদের
   ধরার বুকে ঝরা!
মেঘ তখন বললো তারে
  শোনরে ওরে শোন
আমার বুকে জন্ম যে তোর  
   থাকিস কিছুক্ষণ!
এই হাহুতাস এই যে আবেগ
    সবই যাবে চলে  
আপন মনে পড়বি ঝরে
   কখন যাবি ভুলে!
এবার আমি যাবো দূরে
  করে দিলাম সৃষ্টি
ঝরতে থাক ঝরতে থাক
   ওরে আমার বৃষ্টি।


     *********
       *******
          ****