এলো যে তুষার ঝড়
শম্পা ঘোষ
গরমের উত্তপ্ততা কি ঝড়কে বয়ে আনে?
নাঃ...নাঃ...এটা ভুল...ঝড় নানা ভাবে আসতে পারে...
এই ধরুন না,গত বছরটা দারুণ গেলো...
আর নতুন বছর পড়তে না পড়তেই...
আচানক... নাঃ..নাঃ...আচানক বলবো না,
এর পূর্বাভাস ছিলো বেশ কিছুদিন ধরে...
হঠাৎ থমথমে পরিবেশ...
আসছে ঝড়...
হ্যাঁ তুষার ঝড়...
প্রবল শৈত্যপ্রবাহে শান্ত চারিদিক...
তোমরা ভাবছো আমি আটকে গেছি...নাগো,
এর চেয়েও ভয়ঙ্কর ঝড় দেখা আছে...কয়েকবার...
ঝড় ও থেমে যাবে...বরফ ও গলে যাবে একদিন...
সবই চলবে নিয়মমত...শুধু একটু সাবধানতা মেনে...।
*******************
***************
***********
********
*****
&&
শুভকামনা রইল।
ওদের সাথে লড়ে পাঞ্জা
চলছে সদা মানব জীবন
কবিতাতে সেটাই অঙ্কন....
সুন্দর।
শুভেচ্ছা নিরন্তর।
শুভেচ্ছা
তুষারাপাত যে ছিলো অশেষ!
থেমেছিলো কলম তেইশটা দিন,
হোথায় যে ছিলো বড়ই অ-দিন।
কলম এবার চলবে জানি
বরফ গলে জলে মনমানি।
শুভকামনা কবি
মানুষের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য ।
দারুণ বললে সখি............
খুব ভাল লাগল!!!!
অনেক অনেক ভালোবাসা রেখে গেলাম। অনেকদিন পর
তোমার কবিতায় এসে।
কেমন আছ এবং আছেন সবাই??
আশার আলো মাখা শুভকামনাও রইল।
খুউউউব ভাল থেকো।
ঝড় থেমে যাবে
জীবনের ঝড় থামবে কখন?
প্রকৃতির সহজ উপস্থাপনামূলক কবিতা
এ দেশ থেকেই দেখতে পারলাম ও দেশের সবিতা।
শুভ কামনা কবি শম্পা ঘোষ।
দীর্ঘ দিন পরে আসরে পেয়ে,
দেখতে এলাম পাতায় ধেয়ে।
কেমন আছেন বোনটি আমার,
দেখার ইচ্ছা'ই খুব বারে বার।
দেখলাম এসে ভালই আছেন,
সুখ আনন্দে নেচে'ই গ্যাছেন।
রেখে গেলাম হাজার দোয়া,
বন্ধু'ই সো না র মুক্তা ধূয়া।
পোহাতে পােহাতেই মানুষকে বেঁচে থাকতে হয়।
তবে সব সময় সাবধানতা একান্ত কাম্য
নইলে বিপদ ভয়ঙ্কর...
সুন্দর কাব্য পাঠে মুগ্ধতা রেখে গেলাম
ভাল থাকুন সকল সময়।