এমন একটি বয়স সন্ধিক্ষনে
মনের মধ্যে বহু ভাবনার জমাট বোনে,
ঠিক ভোরের আলোয় সূর্যের উজ্জ্বলতা
মুগ্ধ করে চোখ থাকে না উষ্ণতা,
উদ্বিগ্নতা ভেসে ওঠে প্রথম কুঁড়ির মুখে
ফুলের পরিপূর্ণতা লুকিয়ে থাকে যার বুকে,
আছে কৌতূহলী দুটি চোখের ভাষা
বিস্ময়ে উপমা থাকে নানাভাবে ঠাসা,
গোপন তথ্য গোপনে জমিয়ে রাখে
বহু রহস্যের ভার উপচে পড়ে মুখে,
ঠোঁটের ডগায় হাসির যত খেলা
ভাসিয়ে দেয় নতুন ভালোবাসার ভেলা,
মুক্ত আকাশে চায় পাখির মত উড়তে
ডানা ঝাপটানো নিয়ম না মেনে বাঁচতে,
লোহার খাঁচায় চায় না হতে বন্দী
উড়বে বলে উপায় খোঁজে নানা রকমের ফন্দি,
অনুভূতিরা উপচে পড়ে হৃদয়ে দেয় নাড়া
বাড়ায় ভালোবাসার হাত কেউ যদি দেয় সাড়া,
মনের খাতায় কাটাকুটি আঁকে অনেক ছবি
শিল্পী হওয়ার নেশায় মাতে রাখে অনেক দাবি,
স্বচ্ছ হৃদয়ে মুখটি দেখে যে আয়না
টুকরো আঘাতে ভেঙে পড়ার যন্ত্রণাটুকু সয়না,
ছোট্ট জীবনে যত আবেগের বাসা বাঁধে
হারিয়ে গেলে শুধু নির্জনে বসে কাঁদে।
*******************
****************
************
********
*****
শুভ কামনা রইল।
হারিয়ে গেলে শুধু নির্জনে বসে কাঁদে" অনুভূতিগুলোকে খুব ভালো করে অনুভব না করলে এমন লেখা যায় না। ভালো থাকুন। প্রেমে পূর্ণ হোক জীবন।
আবেগ অাকুল।
স্বপ্ন উড়ার
ভাবনা পড়ার।
একটু আঘাত
সব বরবাদ।
অনেক ভাললাগা উপহার দিলাম দিদিভাই। আবারও পাতায় আসার ব্যর্থ আবেদন রাখলাম। ভাল থাকবেন সতত।
দারুন উপলব্ধি ৷ উপভোগ্য প্রকাশ ৷
আন্তরিক শুভেচ্ছা রইল ৷
প্রীয় কবি ! সুন্দর উপস্হাপনা !
অনেক প্রীতি ,ভালোবাসা এবং শুভেচছা !
ভালো থাকুন সর্বদা ! শুভকামনা নিরন্তর !
অবলোকন করেছেন কবি কিশোরী মনের নানা গতিবিধি;
কবির লেখনীর ছোঁয়ায় ফুটে উঠেছে তা দারুণ ভাবে,
লাগছে বেশ ভালো অনুরণন তুলছে হৃদয় জুড়ে।
সুন্দর কবিতার জন্য প্রিয় কবিকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন।
খুব খুব সুন্দর। খুব ভালো লাগল।
এইনা হলে আমার বোন ?
Getting ready for Christmas ?
দারুন প্রেমের উন্মাদনা
সেই দিন কখনো ভুলা যে যায়না !!!
অনন্য প্রেমানুভবের কাব্য কবির হাতে
শুভেচ্ছা অফুরান কবিবন্ধু
নীলের সীমানায়
যেখানে নিষিদ্ধ বলে কিছু নেই, সেই
প্রেমের আঙিনায়......
দারুণ লিখেছ বন্ধু!!
আমাদের সেই স্বপ্ন এখনো কিন্তু
ফুরিয়ে যায়নি। কভিতায় জমা হয় সব।
অনেক অনেক ভালোবাসা রেখে গেলাম
তোমার জন্য বন্ধু। ভালো থেকো।