লেখারাও খোঁজে সম্পর্ক
শম্পা ঘোষ
লেখারাও খোঁজে সম্পর্ক,
পড়বে,
হবে
পাঠক,
করবে মন্তব্য...
সেখানেও
কি-
থাকে অঙ্ক?
ওই যে,
ভালো লাগা-
ও না লাগার,
মাঝে-
থাকে দ্বন্দ্ব।
*********
*****
*
"৪-৭-২২"
ভাজক ও বিভাজ্য,
বিরোধিতা আছে বিবিধতা আছে
তবে পাঠক পরিত্যজ্য।
শুভকামনা রইল প্রিয় কবি।
বেশ ভালো লাগল প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচছা, প্রিয় কবি।
লেখা আর পাঠকের মাঝে সম্পর্ক হলো ‘হৃদয়গ্রাহীতা’
বুঝার অসুবিধা হলেই ’দ্বন্দ্ব’!
মুগ্ধতা রইল কবিতায়।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
কিন্তু ভাবনাতে বেশ সুন্দর!!
ভালো থাক সব সময় সবাই কে সাথে নিয়ে।
আমি ভুলে যাইনি, আসলে কমেন্ট দিই ঠিক কথা, তবে আগে পিছে কিচ্ছু দেখিনা।
অগ্রীম রবীন্দ্র শুভেচ্ছা জানিয়ে গেলাম।
অফুরান শুভেচ্ছা ও ভালবাসা রইল।
শুভসন্ধ্যা, প্রবুদ্ধ প্রিয়কবি ভগিনীকে অশেষ শুভেচ্ছা জানাই, ভাল থেক সদা ।
শুভকামনা জানাই।