নিথর পাহাড় থমকে দাঁড়ায়
বেদনা ব্যথায় চূড়
বুকের ভিতর জমানো আছে
নেশা ধরা এক সুর।
সুরের আবেশে মাতোয়ারা মন
কখন ভুলেছে ব্যথা
আজ থেকে তাই শুরু করে দিই
নতুন জীবন গাঁথা।
নতুন ঊষার আবির্ভাবে
পার হয়ে যায় দিন
মায়া জড়ানো পৃথিবীটা আজ
চোখের কাছে ঋণ।
চোখের সামনে উড়ছে দেখি
নানান রঙের স্বপ্ন
দু একটা মুঠোয় ভরে
করছি তাদের যত্ন।
স্বপ্ন নিয়েই বেঁচেই আছি
সত্যি হবার আশাই
জীবন নদী বয়েই চলে
মনের খেয়া ভাসাই।
মন যে বড় খামখেয়ালী
যায় না তারে বোঝা
আজকে খারাপ কালকে ভালো
নিত্য চলে খোঁজা।
খুঁজতে গিয়ে বেরিয়ে আসে
আমার আমি কল্পনা
মনের আঙিনা যাচ্ছে ভরে
আঁকছি কেবল আল্পনা।
*************
*********
*****
কোথায় লুকিয়ে আছে মনের সেই অন্তরঙ্গ, মিলে যাবে যার সাথে রক্ষিত সেই সুর।
খুব ভাল লাগল প্রিয় কবি,
শুভ কামনা রইল।
শুভেচ্ছা রইল।
ছন্দময়... অনবদ্য
নেই যেখানে ঝঞ্ঝা
মাটিতে তো বিবাদ শুধু
অনিচ্ছায় লড়ো পাঞ্জা......
দারুণ ! দারুণ! দারুণ! অ ন ব দ্য!!
আমার পাতায় তোমার চিঠির উত্তরটা সময় পেলে পড়ে নিও বন্ধু----
কোজাগরীর ভালোবাসা রেখে গেলাম তুমি সহ তোমার পরিবারের জন্য।
একটু ব্যস্ততার মধ্যে আছি প্রিয় কবি।তাই কবিতার পাতায় নিয়মিত আসতে পারছি না।ভালো থাকুন,অনেক প্রীতি ও কাশ ফুলের রেশমী ভালোবাসা রইল।
মশগুল কবিতায়...
অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
কবিতা হয়নি মন্দ!
স্বপ্ন যদি সত্যি হয়,
তবেই হবে আনন্দ!
খুব ভাল হয়েছে/
হৃদয়ে লাগলো দোলা,
শব্দ মাধুরী দিয়ে রচিত কোরলে
হোলাম দিশেহারা।
বোন আজ ফাটিয়ে দিয়েছে কলমের প্রানের প্রেমাঞ্জলিতে।
অভিনন্দন।