সময়টা কাদের দখলে
শম্পা ঘোষ
আকাশ যেমন মাথার উপর
পায়ের নিচে মাটি
উপরটা যে শূন্যে ভরা
পাই না হাতে
তাই রাগ দেখাই মাটির উপর
করি লাঠালাঠি
ভেঙে ভেঙে টুকরো করা
ঘষি জোরে পা তে
জ্বালাই আগুন মনের ভিতর
অভিসন্ধি আটি
পুড়ছে ঘর পুড়ছে সব
প্রতিঘাতে মাতে
অন্ধ বিবেক দেয় না নজর
খুঁজছে তেমন জুটি
দুইয়ে দুইয়ে পোয়া বারো
লাফায় সাথে সাথে
গুজব নয় গো আস্ত খবর
করছে চাটাচাটি
নিজের গোলায় ফসল ভরা
অন্যকে মারে ভাতে
তারাই দেখো পায় যে কদর
দোষে ভরা ত্রুটি
দম্ভ নিয়ে গলা হাঁকায়
ক্ষমতা আছে হাতে
সময়টাকে করছে ধূসর
নাচায় চোখের ভ্রুটি
দাপট দেখায় আধিপত্যের
ভয় পায়না তাতে
থাকবে ওরা বছর বছর
ধরবে গলার টুঁটি
ভালো মানুষের জীবনটা আজ
লাগছে দাঁতে দাঁতে
করবে কেবল বকর বকর
হাতে নিয়ে বাটি
ভবিষ্যতের কথা ভেবে
কাঁদবে শুধু রাতে
দাসত্বে টুকরো পাঁজর
নেইকো কোনো খুঁটি
কর্তৃত্বে জবর দখল
নিরীহরা নিঃস্ব ভবের হাটে।
************
********
****
*
করছে চাটাচাটি
নিজের গোলায় ফসল ভরা
অন্যকে মারে ভাতে"
চরণগুলো হৃদয় ছুঁয়ে গেল,
সেই সাথে কবিতাটির শেষ স্তবক
কবিতাকে করেছে পাঠকপ্রিয় ও অনন্য।
শুভ কামনা রইল।
শুভেচ্ছা রইল এক আকাশ।
অনেক শুভেচ্ছা থাকলো
ভালো থাকবেন
শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় কবি
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়।
ভালো থাকবেন নিরন্তর।
শুভকামনা জানাই।
বলে দিলেন। শুভেচ্ছা অনন্ত।
পাই না হাতে
তাই রাগ দেখাই মাটির উপর
করি লাঠালাঠি"
আস্ফালনের খুব সুন্দর উপমা , ভাল লাগল কথা কাব্য ,মুগ্ধ ।
প্রিয় কবি ভগিনীকে আন্তরিক শুভেচ্ছা অশেষ ।
সর্বদা ভাল থাক ,সুস্থ্য থাক।
সত্যই হয়ত এবার হাতে বঁটি নিয়েই পথ চলবে মানুষ। ধীরে ধীরে মানুষ দুর্দশার চরমে পৌঁছে যাচ্ছে। এর বিহিত কবে হবে সেটাই দেখার।
আন্তরিক শুভে কামনা নিরন্তর, ভালো থেকো বোন।