আর নয় ছদ্মবেশ
খুলে ফেলেছি মুখোশ ।
না বাসুক ভাল কেউ
হোক বা নাখোশ ।


অব্যক্ত যন্ত্রণা
ঘুমঘোরে মন্ত্রণা
নেত্র ক্ষেত্র ঘূর্ণি মস্তকে
আবরণ, ভাল্লাগে না ।


ভোরের কুয়াশায় বিমুগ্ধ হয়ে
অশান্ত রাত গোপন হয়ে থাক ;
সন্ধ্যার গোধূলিতে সারাদিন ক্লান্তিহীন
ছিল, এমন আর না হোক ।


জৈবিকতাকে প্রেমের আড়ালে
আচ্ছন্নতাকে ভালবাসার আবডালে
মুখে স্নো পাউডার মেখে নোংরা
মুখের শ্রী বাড়িয়ে হরি নাম আর জপতে চাই না ।


ধর্মের দোহায়ে আর শৃঙ্খলিত না হোক
উন্মত্ত,অশান্ত, উলঙ্গ মানবিকতা ।
রাষ্ট্রের দোহায়ে ঝরে না পড়ুক
আবদ্ধ মানবতার ডানা মেলে উড়ার স্বপ্ন ।