বট নয় বটের মত বিস্তৃত
চারিদিকে স্নিগ্ধ-পল্লব শোভিত
অবিচল অটল,নাম 'মুজিব-বৃক্ষ'
হাজার বছরে একটি।


মাথার'পরে অবিরাম ঝড়ের তাণ্ডব
মেঘের বীভৎস গর্জন,আচমকা বজ্রপাত
ফসলের মাঠ পুড়ে পুড়ে খাক
বিশ্ব অবাক!
কী শান্ত,ধীর উঁচু শির।


কত যে পাখি বাঁধে নীড় সেথা
ডরহীন নিঃশঙ্ক চিত্তে,
নেই জাত বর্ণের ভেদাভেদ
কণ্ঠে তাদের একতার সুর
ছায়া চলে যায় ততদূর-
যেখানে ক্লান্ত পথিক
নাম 'মুজিব-বৃক্ষ'
হাজার বছরে একটি।