আড়ালে গেলে খুব খুঁজে বেড়াই
শূন্যতা বড় হয়ে আসে
বিষন্নতা নামে মনে ঘনো ঘোর শ্রাবণের ধারায়,
সূর্য হারায়, আলো লুকায়
মন যায় অনিশ্চিত ভাবনায় শুকায়ে
কি তখন থাকে আর !
বাকিতে কিম্বা নগদে!


তোমার আড়ালে পড়ে
ঢেকে যাই আমি, মিশে যাই আমি
মেঘের দলে।
এলোমেলো মেঘের মত মন,
শাসন মানা জানে না, দিক নির্দেশনা জানে না
কোন খানটায় যেতে হবে ঠিক এক সেকেন্ড পরে !
ইচ্ছায় ছুটে চলে, ভেসে বেড়ায় উদাস আকাশে
বিরহী হতে, সঙ্গির খোঁজে। পাহাড়েরও দেখা পায়,
আকাশ তো আছেই
কার সাহস মেঘের চলাচলকে নিয়ন্ত্রণে রাখে!
তেমনই মন আমার, তুমি যখন আড়ালে
কে বা শাসন মানায় !
এক মনে যাতে নিবিষ্ট হয়ে না পড়ি
তোমাকে নিয়ে সকল ভাবনায়!


এখনও কি সেই শিশুকালে আছি আগলে রাখবেন কি মা !
পাতালপুরির গল্প, রাজকুমারীর গল্প, যাদুুর দেশের গল্প শুনিয়ে!
আগলে রাখার নেই কেউ আর !
ভুবনটাই এখন তোমার।
তুমিই রাজকুমারী, যাদুুর দেশের যাদুর কাঠি
তোমার ছোঁয়া পেলে আমি আবারও আলো পাবো
আলোকিত হবো ! প্রফুল্লতা আর সজীবতা।


আড়ালে থেকো মাঝে মাঝে, বরং বেশি ক্ষণ থেকো চোখে চোখে।।