কিছু নিবো না, আঙ্গুলের ছোঁয়া, শরীরের ঘ্রাণ
ঢেউ খেলা খোলা চুলের অরণ্য ছায়া
মায়াবী চোখের হৃদয় কাঁপানো মায়া
কিছুই নিবো না আমি !
কথা দেওয়া, প্রতিজ্ঞা, পণ
শুদ্ধতার সাক্ষী, প্রফুল্লতা মাখানো মন।
কিছু যদি থাকে দুঃখের ভার
কষ্ট মাখা বন্ধ দুয়ার
কিছুই নিবো না আমি !
দেহে যে সৌন্দর্য ভান্ডার
রত্ন খচিত সম্ভার
কিছুই নিবো না আমি !
অপরূপ সাজ সজ্জা
কিছু সংকোচ বা লজ্জা।
কিছুই নিবো না আমি !


শুধু চোখে চোখ পড়ে চকিত নরম শিখায় যে ক্ষণ
সেই ক্ষণটুকু চাই, হৃদয়ে যে ঢেউ উঠেছিল তার
কম্পন মাখা শব্দটুকু শুধু চাই।
দীর্ঘ শ্বাসগুলি রেখে দিতে চাই, আর
কিছু হাহাকার ।।