জগৎ - পারাবারের তীরে
                ছেলেরা করে মেলা ।
           অন্তহীন গগনতল
           মাথার ‘পরে অচঞ্চল ,
           ফেনিল ওই সুনীল জল
                 নাচিছে সারা বেলা ।
          উঠিছে তটে কী কোলাহল —
                 ছেলেরা করে মেলা ।
  
           বালুকা দিয়ে বাঁধিছে ঘর ,
                  ঝিনুক নিয়ে খেলা ।
           বিপুল নীল সলিল -' পরি
           ভাসায় তারা খেলার তরী
           আপন হাতে হেলায় গড়ি
                  পাতায় - গাঁথা ভেলা ।
            জগৎ - পারাবারের তীরে
                   ছেলেরা করে খেলা ।
  
           জানে না তারা সাঁতার দেওয়া ,
                   জানে না জাল ফেলা ।
              ডুবারি ডুবে মুকুতা চেয়ে ,
               বণিক ধায় তরণী বেয়ে ,
            ছেলেরা নুড়ি কুড়ায়ে পেয়ে
                      সাজায় বসি ঢেলা ।
               রতন ধন খোঁজে না তারা ,
                   জানে না জাল ফেলা ।
  
             ফেনিয়ে উঠে সাগর হাসে ,
                     হাসে সাগর - বেলা ।
                ভীষণ ঢেউ শিশুর কানে
                রচিছে গাথা তরল তানে ,
                দোলনা ধরি যেমন গানে
                          জননী দেয় ঠেলা ।
              সাগর খেলে শিশুর সাথে ,
                     হাসে সাগর - বেলা ।
  
                 জগৎ - পারাবারের তীরে
                     ছেলেরা করে মেলা ।
                   ঝঞ্ঝা ফিরে গগনতলে ,
                  তরণী ডুবে সুদূর জলে ,
                  মরণ - দূত উড়িয়া চলে ,
                       ছেলেরা করে খেলা ।
                  জগৎ - পারাবারের তীরে
                           শিশুর মহামেলা ।


(শিশু কাব্যগ্রন্থ)