বললেই রাগ করতে তোমরা
নীল মিনে করা দুভরি ভোমরা।
ইয়ারিং ছিল ন-বৌয়ের কানে
হারালো সেদিন কোথায় কে জানে।


শুনছি আবার বেরিয়ে শালকে
মেজো বৌ নাকি এসেছে কালকে।
খুইয়ে খোঁপার শাপকাটাটাকে
কথা বলবার জো তো নেই তাকে।


কেউ ভালো কিছু বললেই ডেকে
ফোঁস করবেন তিনি ঘর থেকে।
মাথার কাটাটা গেল সেই সাড়
জানে ফের হবে-নেই কোন চাড়।


নিত্যি গায়ের গয়না হারানো
সোনার জিনিস ভাঙ্গা বা সারানো।
এ-কী অলক্ষ্নী ডেকে আনা নয়?
বল যদি এটা তবে দোষ হয়।


ভাববে ননদ বজ্জাত বড়
দোষ কিছু পেলে বকতেই দড়।
যা বলি, বলি তা ভালোর জন্যে।
তোমরা না বোঝ, বোঝে তা অন্যে।