বঙ্গবন্ধু ফুটবল খেলায়, দেশ মেতেছে আজ।
আয়রে তোরা বল খেলিতে, ছেড়ে অন্য কাজ।
ছেলেরা আয় বল খেলিতে, আনন্দ নে লুটে।
বঙ্গমাতা ফুটবল দলে, মেয়েরাও আয় ছুটে।


খেলবি তোরা মনের সুখে, অংশগ্রহণ বড়।
এই সুবাদে হবো মোরা, একসাথে সব জড়ো।
খেলিস তোরা যেমন তেমন, আনন্দটাই বেশি।
নাই বা হ'লি ম্যারাডোনা, রোনালদো বা মেসি।


চলছে খেলা স্কুলেতে , আয়রে তোরা ধেয়ে।
খেলবে পাড়ার স্কুলগামী, সকল ছেলে মেয়ে।
কচিকাঁচার কলকাঁকলী, দেশ উঠেছে মেতে।
স্কুল হতে এখন ওরা, চায় না বাড়ি যেতে।


আনন্দে সব স্কুলে আসে, থাকে হেসে খেলে।
খেলাধুলা- লেখাপড়ায় পূর্ণতা দেয় ঢেলে।
শরীর ও মন উভয় গঠন, খেলাধুলায় হয়।
গড়বে শিশু সঠিকভাবে, দেশের হবে জয়।


দেশমাতৃকার বন্ধু করে, গড়তে তাদের ভাই।
এমন আয়োজনের বুঝি, কোনো জুড়ি নাই।
এই আয়োজন; মহৎ চিন্তা, করলো দেশে যারা।
তারা মহৎ ; তাদের চিন্তা, একটু বেশিই সেরা।
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
১১/৫/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।