বিজয় আনন্দে উঠে গেছি আজ, সকালের ওই ভোরে।
বাঙ্গালীর বাংলা, রক্তিম সূর্য, দেখি নেয় কোন চোরে? আছে কোন বীর? যুদ্ধ-পালোয়ান? আছে কার হিম্মত?
কে চায় ক্ষতি, আমার বাংলার? আমরাও প্রস্তুত।
জেগেছি আমি,জেগেছে বাঙ্গালী,পাহাড়ায় নেমেছে সব।
মাঠে ঘাটে আর শহীদ মিনারে, মানুষের কলরব।
দেখো বিশ্ব- আমরা বাঙ্গালী, বিজয়ী জাতির দল।
দেশের তরে জান দিই মোরা, আনন্দেও জনঢল।
মরিতে জানি একসাথে মোরা, বাঁচিও গলায় মিশে।
উন্নয়নের প্রশ্নে আমরা, দেশকেই রাখি শীর্ষে।
®
[সমিল মুক্তক ]
১৬/১২/২০১৬
দীঘিনালা, খাগড়াছড়ি।