বয়সটা তো কম হলো না!
ইতিমধ্যেই এক ছেলের জনক হয়েছি।
ইদানিং আবার প্রেমে পড়েছি।


বিয়ের আগেও আরেক বার এই প্রেমে পড়েছিলাম!
যখন রামগড় সরকারি কলেজে পড়ি, তখনকার কথা।


যে প্রেম, আমাকে বড় ভাবুক করে তুলেছিলো।
করেছিলো আনমনা।
সে যে আমার কতটা আপন হয়েছিলো।
সে কথা কাউকে বোঝাতে পারবো না।


আমি ভাবতাম তাকে নিয়ে,
শয়নে-স্বপনে; ধ্যানে-জাগরণে,
আমি শুধু তাকে নিয়েই ভাবতাম!
কিভাবে তাকে আরও সুন্দর করে সাজানো যায়!
আরও সুন্দর করে উপস্থাপন করা যায়!
আরও সুন্দর কিছুর সাথে মিলানো যায়!
এসব, আরও কত যে ভাবনা ছিলো তাকে নিয়ে!


পড়ালেখা শেষে ‘নিষ্ঠুর বাস্তবতা’
আর জীবনের নানা প্রয়োজন,
আমাকে আমার ‘প্রেমের’ জলাঞ্জলী দিতে বাধ্য করলো।


তারপর দীর্ঘ বিরতি--
সেসব হয়ে উঠেছিলো শুধুই স্মৃতি।
সব ‘প্রেমভাবনা’ ছেড়ে দিয়ে,
বাস্তবতায় ফিরে গেলাম।
কেটে গেলো বারোটি বছর!
এরই মধ্যে-চাকরী, বিয়ে, সন্তান,
জীবন চলছিলো যথানিয়মে।


ইদানিং আবারও সেই পুরোনো প্রেম,
আমাকে হাতছানি দিচ্ছে, বারবার!
আমি আবার তাকে নিয়ে ভাবতে শুরু করেছি।
অবসর পেলে আমি তাকে নিয়েই ভাবি।
সে আমার পুরোনো, খাঁটি, অনবদ্য প্রেম।


সে আমার "কবিতা প্রেম"
®
[গদ্য ছন্দ]
০৫/১০/২০১৫
দীঘিনালা, খাগড়াছড়ি।