ভালোবাসার বাঁধনটা যখন
পুরোটাই একপেষে হয়ে যায়!
একপক্ষ চায় বাঁধনটা,
শুধুই টেনে ছিড়ে ফেলতে
আর অন্যপক্ষ চায়
শুধু জোড়াতালি দিয়ে পথ চলতে।
তখন কি সেই বাঁধনটা,
কোনোক্রমেই টেকানো যায়?
না, না,, না,,,
সেক্ষেত্রে দ্বিতীয় পক্ষ হয়ে
আমি নীরবে প্রস্থান চাই।
সুখে থেকো প্রিয় প্রথম পক্ষ,
ভুলে যেও এই আমাকে!


দেয়া-নেয়ার এই সম্পর্কটা যখন,
পুরোটাই একপক্ষের ইচ্ছেয় চলে!
একপক্ষ চায় শতভাগ বশ্যতা স্বীকার করাতে,
আর অন্যপক্ষ চায় শতভাগ ভালোবাসা দিতে।
সেই দেয়া-নেয়া কি টেকসই ও ফলপ্রসূ হয়?
না, না,, না,,,
সেক্ষেত্রে দ্বিতীয় পক্ষ হয়ে
আমি নীরবে প্রস্থান চাই।
সুখে থেকো প্রিয় প্রথম পক্ষ,
ভুলে যেও এই আমাকে!


মর্তের কিছু ক্ষুদ্র স্বার্থ যখন,
নিরেট প্রেমের স্বর্গসুধাকে বিনষ্ট করে।
ক্ষোভের পাহাড় যখন
গড়ে তোলে নানা দ্বন্ধ-কোলাহল।
তখন নীরবে নিঃস্বার্থে প্রেমবিলানো
এই আমি, কী করতে পারি বলো?
কিছুই না! কিছুই না!! কিছুই না!!!
অতীব সাধারণ এই 'আমি' তাই,
রণে ভঙ্গ দিয়ে শুধুই নীরবে প্রস্থান চাই।
সুখে থেকো প্রিয় প্রথম পক্ষ,
ভুলে যেও এই আমাকে!
®
[অমিল মুক্তক]
১০/০১/২০১৮
দীঘিনালা, খাগড়াছড়ি।