সাহিত্যের এক দোকান নিছি, তারই মাঝে আছি।
সাহিত্যেরই সব উপাদান, সুলভ মূল্যে বেচি।
জানতে চাইলে- কোন ঠিকানায়, কোথায় সে দোকান?
মন মাঝারে- সাহিত্যকে, করো আহ্বান।


চিন্তা বেচি- ভাবনা বেচি, বেচি কাব্যসুর।
কথা বেচি- ব্যথা বেচি, দোকান অন্তপুর।


সঠিক তালে, 'তাল'টা বেচি, ধীরে সুস্থে 'লয়'।
নেই পরোয়া- বেচাকেনা, কম-বেশি যা'ই হয়!


ভালো বেচি-আলো বেচি, কালো টুকু নাই।
শুদ্ধতাকে আনতে গিয়ে, জীবন দিতে চাই।


ছন্দ চাইলে-ছন্দ আছে, মন্দ চাইলে নাই।
ছন্দ বেচি ভালোবাসায়, মন্দ নাশ'তে চাই।


আশা বেচি-স্বপ্ন বেচি, 'তানপুরা'তে এসে।
দিন কেটে যায় মহানন্দে, সৃষ্টি সুখে হেসে।


যাত্রা পথেও মাত্রা আছে, থাকবে- আগেও ছিলো।
একাগ্রতায় দোকানটাতে, প্রানটা ফিরে পেলো।


ভালো লাগা- স্বপ্ন আশায়, আছি ভালো বেশ।
দুঃখ ভুলে- ঘিরে থাকে, মহান সুখ আবেশ।


চাও যদি ভাই সাথে যেতে, আলোর পথে রথে।
বিনয় দাওয়াত রইলো রে ভাই, আমার দোকানটাতে।


এই দোকানে সওদাপাতি, পয়সা ছাড়াই হয়!
বলতে যদি পারো তুমি, 'সত্যের হোক জয়।'
®
০২/৬/২০১৮;
দীঘিনালা,  খাগড়াছড়ি।