এক দফা একটাই দাবি,
চলরে সবাই ঢাকা যাবি।
প্র.শিক্ষকের পরের ধাপ,
দিতেই হবে নেইতো মাফ!
ঢাকায় শিক্ষক সমাবেশ,
দেখবে এবার বাংলাদেশ।
শিক্ষা গুরুর মর্যাদা,
দিতে জাতির নেই বাধা।


শিক্ষক মনে হতাশা,
দেশে আনে দুর্দশা।
গ্রেড নিয়ে এই বৈষম্য,
নয় কখনও তা কাম্য।
ভালো হইছে মহাজোট,
দিলাম তাতে হাজার ভোট।
বৈষম্যতায় যে ব্যথা,
জোটে বলবে সেই কথা।


কেউ রবো না চুপ করে,
বলবো কথা এক সুরে।
সমতা চায় সমাবেশ,
গড়তে সোনার বাংলাদেশ।
যৌক্তিক এই অধিকার,
বুঝা দরকার তা সবার।
বুঝতে কেনো হয় দেরি!
আন্দোলনটাও তাই (সরি)।


ন্যায্য মোদের অধিকার,
দ্রুত বুঝুক তা সরকার।
আন্দোলনটা মর্যাদার,
একাত্বতা চাই সবার।
শিক্ষকদের এই আন্দোলন,
সবাই করুন সমর্থন।
®
[সমিল মুক্তক]
২২/১২/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।