কিছু মানুষের সাথে পথ চলা, সত্যিই খুব কঠিন।
তাদেরকে পথ দেখিয়ে আগে আগে চলা, আরও কঠিন!
নিশ্চুপ থেকে তাদের পিছে পিছে চলা, আরও বেশি কঠিন!!


ওরা যে শুধু, নিজেকে নিয়েই বাঁচে।
শুধুমাত্র নিজের জন্যই যে, ওরা বাঁচতে চায়!
নিজের স্বার্থ নিয়েই যে ওরা, সারাক্ষণ মশগুল থাকে!


ওরা সমষ্টিকে ছেড়ে, প্রথমে নিজের মাঝে প্রবেশ করে।
এরপর স্বার্থের গণ্ডিতে, নিজেকে আবদ্ধ করে!
অবশেষে, হিংসার ক্ষুদ্র কোঠরে আটকা পড়ে!


ওরা বোঝে না, সমষ্টি কী জিনিস।
বুঝতে চায় না সামষ্টিক কোনো বিষয়!
স্বার্থান্ধ হয়ে ওরা, সমষ্টিকে বৃদ্ধাঙ্গুল দেখাতে চায়!


ওরা বোঝে না, একসাথে সমতালে   চলার ভাষা।
ওদের নেই কোনো সামষ্টিক স্বপ্ন আশা!
ওরাই টেনে আনে জীবনে, নিরাশা ও হতাশা!


পান থেকে চুন খসলেই এরা,
হুলস্থুল কাণ্ড বাধিয়ে দেয়।
সামষ্টিক তথা জাতীয় উন্নয়নে এরা অন্তরায়!
এরা শুধু নিজ গণ্ডির মাঝে করে হায় হায়!


মর্তের কিছু বাধ্যবাধকতায় যখন,
এদের সাথেই চলতে হয়।
সহ্যের সীমা যখন,
অসহ্যের গণ্ডিতে  চলে যায়!
সৃজনশীল চিন্তাগুলো তখন,
নিভু নিভু করে মারা যেতে থাকে।


আর নীরবে স্বপ্ন দেখা এই আমি,
অনন্ত কাল ধরে আহত হতে থাকি।
আমার সৃজনশীল চিন্তাগুলোকে
ধুকে ধুকে মরতে দেখে।
®
[গদ্য ছন্দ]
২৩/৩/২০১৮
দীঘিনালা, খাগড়াছড়ি