অল্প আলো অল্প ছায়া রোদের তেজটা কম।
একটু রোদের ঝলকানিতে ভাঙছে দিনের ঘুম।
ঘুম ভেঙ্গেছে দিনটা তবু আধো ঘুমেই আছে!
এই টুকুতেই মনটা আমার তিড়িং বিড়িং নাচে!
রোদটা জেগে উঠবে হেসে সেই আশাতে বসে।
স্বপ্নমাখা সুখের প্রহর কাটছে  দারুণ জোসে!


অনল রোষের গোমড়া মুখো দিনটা এখন নাই।
দু'খের পরে সুখটা দেখো কেমন করে পাই!
হাজার রোদের মাঝেও পাই না অনেক সময় সুখ।
সুখ পেতে তাই আমি যে চাই মাঝে মাঝে দু'খ।
দু'খের পরে সুখ পাওয়াতে অন্য রকম মজা।
সুখের মাঝে থেকে কভু সুখটা যায় না বোঝা।


বৃষ্টি দিয়ে গেলো ঠান্ডা রৌদ্র দেবে তাপ।
রোদের তেজে বিজয় বুঝে দিচ্ছি সুখে লাফ!
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
১২/১২/২০১৭
দীঘিনালা,  খাগড়াছড়ি।