স্বীয় স্বাধীনতাকে জলাঞ্জলী দিয়ে
সংসার পাতি -
কবিতার সাথে হাতাহাতি
সংসারের অহরাত্রি--
বলে-
ও সব কবিতা-টবিতায় কি হবে?
যখন দুমুঠো পড়বে না পেটে
পাবে না কোন দিশা !


কয়জনে পড়ে বুঝে ?


গল্প উপন্যাস হলে না হয়---
অযথা সময় অপচয়
                  বলি - ওসব ছাড় !
                  কর্ম সন্ধান কর
                 যায় ক্ষুধা নিবারণ হয় ।


কবিতার কাছে শুনি
কবিতা বলে-
কবিদের সংসার পাততে নাই !
সংসার দহনে পড়ে
কবিতা জ্বলে পুড়ে
বাতাস উড়ায়-
হৃদয় পুড়া ছাই ।