চলে গেলেই সব চলে যায় না
স্মৃতিগুলো অজান্তে রয়ে যায়-
অতীতের স্মৃতির আয়নায়!


নদীর জোয়ার যেমন রেখে যায় পলির আস্তরণ
পাখি বহুদূর উড়ে যাওয়ারপর ও রয়ে যায় তার সুরের রেশ!
আগুন পুড়িয়ে ছাই ভস্মে রেখে যায় তার বিভৎস রূপ!


আকাশে ভাসতে ভাসতে বাষ্প যেমন করে ভারী হয়
হয়ে যায় মেঘ পাড়ার আপনজন
একত্রে ঝরে পড়ে ভাসমান জীবন করে বিসর্জন!


দুজনার একটু একটু করে জানা অজানায় গড়ে তোলা
স্মৃতির বহর - কালের পরিক্রমায় গড়ে বিস্মৃতির হিমালয় স্তম্ব !
ভাসতে থাকা পেঁজা মেঘের মতো এক সময় বহন ভার
বইতে না পেরে অভিমানের অভিযোগে ভারী হয়ে যায়-
বিষাদের ঘনঘটনায় পান করে নীল সরাব!


ক্ষনিকের সুখ স্মৃতিগুলো বিস্মৃতির মতো বেড়ে উঠে
বিষাদের নীল জলে !
আষ্টে পৃষ্টে আকঁড়ে ধরে পরজীবি লতাগুর্ল্ম
লতিয়ে উঠা স্বর্ণলতিকার মতো-


যদিও-
দু’জন সরে যাই দু’দিকে
দেখা স্বাক্ষাতের ক্ষনগুলো দিন দিন হয়ে যায় ফিকে
গড়ে উঠা স্মৃতিগুলো বেড়ে উঠে মাথা তুলে ঠিকেই!


দিন যায়- রাত যায়
সব কিছু বদলে যায়-
রাস্তা ঘাট, হাট মাঠ
দরোজার চৌকাঠ
তোমার আমার অপরূপ লাবণ্য
দেশ- সমাজ ,আকাশ -বাতাস
ভালোবেসে লাগনো সেই গোলাপের চারাগাছ
চার পাশের চিরচেনা মানুষগুলো- আমি তুমি!
বয়ে চলা কর্ণফুলীর বিশাল জলোধারা
রামপালের জন্য সুন্দর বনের বিশাল অরণ্য নিধন
নুসরাতকে বলাৎকারে মোল্লার বিচারের রায়!
আবরার হত্যার খুনের বিচার-
বদলে যায় সারা পৃথিবী, জীববৈচিত্র!
- কেবল বদলায় না আমাদের জন্ম দেয়া স্মৃতির পাহাড়
- তারা তেমনই রয়, আর আমাদের দিকে ফ্যাল ফ্যাল
চেয়ে চেয়ে হাসে বিদ্রুপের মুচকি হাসি!


আমাদের স্বপ্নে গড়া ভালোবাসার বাগানের স্বপ্নচারা গুলো বেড়ে উঠে না-
আমাদেরই অভিমানে অযেত্ন!
বেড়ে উঠার,বিস্তৃতি ঘটানোর বিপুল সম্ভাবনাময় স্বপ্নে ঘেরা বাগান
অতি অকালে তছনছ হয়ে যায়-
দুজনার সন্দেহের ভুলের কারণে! আমাদের সেই ব্যর্থতার দরুন
স্মৃতিরা আমাদের ভর্ৎসনা দেয়- নিয়ত নিরবে।


- তারা আমাদের তাড়িয়ে বেড়ায়-
দিনের আলোতে, আধাঁরের কালোতে
ভালোতে মন্দতে, উঠতে বসতে। হাসতে কাঁদতে।
একাকীত্বের সুযোগ বুঝে দেয় সুনামির মতো তীব্র হানা।


বিবেকের দর্পনে দাঁড়িয়ে তাই-
দু’জনার ভুলগুলো যখন ধরা পড়ে যায়
আর তখন শুধরানোর দরজায় গিয়ে ফিরে পাই না কোন পথ।
ততোদিনে দুজনার অন্য ভুবনে সম্পর্কের শিকড় ছড়িয়ে গেছে অনেক দূর!
বহুদূর-


উপায়ান্তরহীন-
আমরা তাদের বয়ে বেড়াই আমাদের অজান্তে - অবহেলায় -সব সময়, সর্বত্র!
- যেন শরীরের ছায়ার মতো স্মৃতিরা আমাদের চরম সত্য!
____________
21.05.2020ইং
পতেঙ্গা, চট্টগ্রাম।