নানান রকম শব্দ আছে বাংলা অভিধানে,
ঘোড়ার ডিম্ অলীক স্বপ্ন' সক্কলে জানে।
কাঁঠালের আমস্বত্ব হয়না;
সোনার পাথর বাটি পায়না,
সোজা আঙুলে ঘি ওঠেনা জানে আমজনে।



রচনাকাল..….১২/০৭/২০২৩
বাংলা////.... ২৬ আষাঢ় ১৪৩০