দিগন্ত বিস্তৃত আঁধারের দিশাহীন
পথে নিঃচেষ্ট ব'সে,
ভাবীকালের উত্তরণ
নৈব নৈব চ। এখন,
"নাগিনীরা চারিদিকে ফেলিতেছে
বিষাক্ত নিশ্বাস"--------
দেশী বেনিয়ার করতলগত
দেশজ সম্পদ।
সুজলা সুফলা এ পূণ‍্যভূমি
ক্ষুধাদীর্ণ পৃথিবীর অন্য নাম।
প্রতিদিন প্রতিক্ষণে,
দীনহীন মানুষের সারি
নিত‍্যই মাগে ভিখ্
মরে অকাতরে
এ  বিপন্ন স্বকালে।


"সভ‍্যতার পিলসুজ" যারা, আজও
বয়ে চলে "রথের বাহন।"
প্রতিবাদের ঝান্ডা হাতে,
দীপ্ত স্লোগান মুখরিত মিছিলে
মেলায় পা, রক্ত ঝরায়।
ক্ষমতা দখলের উদগ্র বাসনায়
স্বপ্নচোর ধড়িবাজ শকুনির দল
করে আস্ফালন,  আর
ভূখা মানুষের স্বপ্ন শুধুই
ভবিতব‍্যের কবরে গুমরে মরে।


কাব‍্যসাহিত‍্যে, মননে-চিন্তনে,
এ পোড়া দেশ, ভোটবাক্সে
নিঃশব্দ বিপ্লবের নেশায় বুঁদ।
"আজ আর বিমূঢ় আস্ফালন নয়,
আজকের নিঃশব্দ হোক,
যুদ্ধারম্ভের স্বীকৃতি।"
" মনে আর প্রানে শীতের
শেষে তুষার গলানো
উত্তাপ" নিয়ে এসো কবি,
জাগো, জাগাও স্বদেশ।



রচনাকাল...........০৮/১০/২০২০