হালের বলদ বললো বেঁকে কাল,
‘জীবন গেল খাটনি খেটে
লাভতো খেলো পাটনি চেটে
ঢের হয়েছে চষবো না আর হাল’!
সামনে দিলে খৈল ও ভুসি
বলদ দেখি বেজায় খুশি
খাবার লোভে জোরছে মারে ফাল!


মানুষ যদি নিজকে বানায় বলদ
গোয়াল ভরা গরু হবে
মানব-রীতি সরু হবে
সভ্যতাতে কাজ দেবে না ফলদ;
মানুষ কতো নীচে নামবা
আর কতো দিন হাম্বা হাম্বা
গলদ ওটা মস্তবড়ো গলদ!