বাদশা আলমগীর
মায়ার তনয় ডললো না পা
ঢাললো শুধুই পানি
ফলশ্রুতি; তাঁর হয়েছে
আদব লেহাজ হানি!
আপনি তাই অস্হির।
আজ কি জনাব রাখেন খবর
আমগো দেশের ছাত্রপ্রবর
কোন ধরণের বীর?


কাজী কাদের নেওয়াজ
জানেন; আজ কি রেওয়াজ?
পালটে গেছে পাশার গুঁটিঁ
একটা অংশ করছে ধ্বংস
শক্ত শুনি ওদের খুঁটিঁ।


নকল করতে দেননি বিধায়
মারবে ছুঁড়ে ইট
ইটের ঘাতে মাথা ফেঁটে
গুরু হবেন ফিট!


নোংরা দাবি মানেননি তাই
টানবে ধরে কলার
কোথায় আদব কোথায় লেহাজ
কার কী আছে বলার!
বরং বানাও পাশার গুঁটিঁ
বেশ করে খাও ফলার!


যায়নি ক্লাসে, পাশ করেনি
তাও দিয়ে দাও পাশ;
ব্যাতিক্রমে বিবেক বোবা
গুরুর জায়গা জলের ডোবা
শুনেই মাথায় বাঁশ
আটকে আসে শ্বাস।


অথচ কী সোনালী দিন!
ছিল কতো গৌরভ
ইতিহাসের পাতায় পাতায়
আজো ছড়ায় সৌরভ।


শৌর্য-বীর্য ভুলে গিয়ে
চলছে গক্সরা কই
তুষের আগুন জ্বলছে বুকে
ক্যামনে জ্বালা সই!


ওরাই হবে জাতির মাথা
নয় তা প্রলাপ ভ্রান্তি যা-তা
জানলে পাবেন বিশাল কষ্ট
পচলে মাথা সবই নষ্ট –
লজ্জা মাড়ায় শির!