সহস্র শহীদের রক্ত আর ত্যাগে কেনা
     আমার এইনা সোনার দেশ,
বন বনানি ফুল ফলাদিতে ভরা  
     দেখতে লাগে বেশ ।

বায়ান্ন আর একাত্তরে বাঙালি মোরা
      দিয়েছে আমাদের পরিচয়,
পাক হানাদের তাড়িয়ে দিয়েছি
      করেছি তাহাদের পরাজয়  ।

চেয়ে দেখো সবে ভাষার লাগি
      জীবন বিলিয়ে দিয়েছে কারা ,
বিশ্ব ইতিহাসের পাতায় স্মরণীয় হয়েছে
      একমাত্র বাঙালিরা,

মুক্তির আশায় যাহারা ডাকে  
     লাখো বাঙ্গালী দিয়াছেন তাদের প্রান ,
বাঙালি জাতির জনক তিনি  
      শেখ মুজিবুর রহমান ।

তিনি হলেন এক বিশ্ব ইতিহাসের
     মানব দরদি নেতা,
থাকবে চিরকাল তাহার যত কথা
    সকল বাঙালির অন্তরে গাথা  ।  

বি.দ্র. : একটু সাবলীল ভাষায় ছন্দের তালে মাতীলাম  । 😇