শান্তি প্রিয় মানুষ আমি
শান্তি খুঁজে বেড়াই ভাই
কেউ কি আমায় বলতে পারো
কোথায় গেলে শান্তির দেখা পাই।


ঘর ছাড়লাম বাড়ি ছাড়লাম
ছাড়লাম মহল্লা,
একটু খানি শান্তি কোথাও পেলাম না
পেলাম শুধু গন্ডগোল আর হইহল্লা।


ছুটে গেলাম লোকালয় ছেড়ে
সাগর পাড়ে সেথায় যদি শান্তি মেলে,
সেই আশাটাও হলো নিষ্ফল
ওত পেতে আছে কুমির হাংঙ্গর।


একটু খানি শান্তির আশায়
দেশ বিদেশে ঘুরে বেড়াই,
পাই না শান্তি কোন খানে
ক্লান্তি আর অশান্তি সব খানে।


দেশ বিদেশ যত্র তত্র
সবাই খোঁজে অর্থ নামের অস্ত্র,
যার যতো আছে ভাই
তার ততোই আরো বেশি চাই।


ঘুমের মধ্যে পাবে শান্তি
এটাও দেখি মিথ্যা উক্তি
দুঃস্বপ্নে কাটে রজনী,
কি করবো এখন জানিনা ভাই
তবে শান্তি আমার চাই চাই চাই।