হাজারো সপ্ন জমে আছে
আমার দুটি চোখে,
তোমায় নিয়ে বাঁধবো ঘর
অজানা কোন এক দ্বীপে।


নীরব প্রকৃতি মানব শূন্য
অচেনা এক ভূমি অরণ্যে ,
কেবল আমার চেনা তুমি
তোমার চেনা মুখ আমি।


জনম জনম থাকবো হয়ে
দুজন দুজনার জীবন সাথী,
থাকবে না কোনো পিছুটান
তুমি আমার আমি তোমার।


চারিদিকে গভীর জলরাশি
চেনা অচেনা সব বৃক্ষরাজী,
নানা প্রজাতির সকল ফুল
মধু নিতে ভ্রমর গুলি ব্যাকুল।


খড়কুটো দিয়ে তৈরি করব
        ছোট্ট একটি ঘর,
রাতে চাঁদ দিনে সূর্যের আলো
সুখ দুঃখ মিলিয়ে দুজন
থাকবো সেথায় অনেক ভালো।