ধরাতে এসে আমি
করে চলেছি কতো ভুল,
হারে হারে দিতে হবে একদিন
জীবনের সব ভুলের মাশুল।


এক সেকেন্ডের নাই ভরসা
জেনে শুনে ভুল করছি,
বারবার প্রতিদিন হরহামেশা
সবি দুনিয়ার মিসে মায়া।


কখনো ভাবি না আমি
কোথায় ছিলাম কি ভাবে এলা,
কোন উদ্দেশ্যে বা সৃষ্টি হলাম
সবকিছুই তো আছে জানা।


প্রশ্ন দিয়েছে আউট করে
বিধাতার সেই পড়া না পরে,
মিছে মায়ার জালে ফেঁসে
পূর্ণে ভরা দেহকে গড়েছি পাপে।


      পাপ দিয়ে গেঁথেছি
          জীবনের মালা
হারিয়ে ফেলেছি পুণ্যের খাতা
         কি নিয়ে হব পার
       জীবনের শেষ খেয়া।


অনুতপ্ত হচ্ছি আজ আমি
দয়ার সাগর বিধাতা তুমি,
দয়া করো আমার প্রতি
চলতে পারি যেনো মেনে
ইসলামের রীতি  নীতি।