জাতির চোখে ঘুণ ধরেছে,
গুণ ডুবেছে জলে,
বিবেক মরে ভূত হয়েছে,
বুদ্ধি মাটির তলে।
গুম হয়েছে আশার আলো,
ধুম পড়েছে নিশা,
ঘুম হয়েছে নষ্ট সবার,
পথ কেড়েছে দিশা।
মানবতার হার হয়েছে,
অর্থকড়ির কাছে,
ভালো লোকের ভাত মেলে না,
ভাত খেয়ে নেয় মাছে।
শয়তানে আজ শীষ দিয়ে যায়,
লক্ষ্মী তাকায় ফিরে,
ফুলের সুবাস বিলুপ্ত প্রায়,
কীটনাশকের ভিড়ে।
সোজা পথে যায় না মানুষ,
যায় যে বাঁকা পথে,
প্রজাতন্ত্রে লাগাম টেনে,
শেয়াল চড়ে রথে।
জীবন যারা দান করেছে,
নেই যে তাদেরই দাম,
আসন পেতে সাজছে রাজা,
সে রাবণ নাকি রাম?
দেশ করেছে মুক্ত যারা,
নেই সে সাধক যোগী,
তাদের সন্তান ক্ষুধায় মরে,
ভুখার ভুক্তভোগী।
কেমন ধরা গড়লে তুমি,
গড়লে কেমন মানব?
অশান্তিতে ভরছে জগৎ,
মানুষরুপী দানব।