আর কতদিন,
বলো আর কতদিন এভাবে থাকবে?
অন্ধকারের পথে আর কতদিন হাটবে?
বৃদ্ধতাকে পেছনে ফেলে তারুর পথে এসো
সাথে নিয়ে তেজস্বী বাহার।
কালো ছেড়ে আলোর পথে এসো
হাতে থাকে যেন দীপ্ত দাহার।
জীবন এক যুদ্ধক্ষেত্র,
লড়তে হবে প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা,
প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড।
ভাঙবে তলোয়ার, ভাঙবে ঢাল,
মরবে হাতি, মরবে লক্ষ ঘোড়ার পাল।
জীবন তবু থেমে থাকার নয়,
মনে রেখ, তারে করতে হবে জয়।
জীবন সে তো ভাসমান,
উত্তাল সমুদ্র বক্ষে ছোট্ট এক তরী।
উঠবে ঝড়, আয়লা, তুফান
জেনে রেখ, তবু তারে দিতে হবে পাড়ি।
ভাঙবে গলুই, ছিঁড়বে নতুন পাল,
তবুও তার ধরতে হবে হাল।
জীবন কারোর একার নহে,
এজীবন সকলের, বাঁচো সকলের তরে,
জীবনকে সাজিয়ে নাও জীবনের মতো,
বিলিয়ে দাও নিজেকে সকলের ঘরে।
জেনে রেখ তারু,
স্বার্থপরতা সোনার জীবন নয়,
সোনার জীবন মানে নিঃস্বার্থতা।
জীবন যদি তব জীবনের মত হয়
তবেই খুঁজে পাবে জীবনের সার্থকতা।