কবি,
আজ তুমি নিস্তব্ধ কেন?
কেন নেই কলম হাতে?
আজ তোমার মন উদাস কেন?
ঝগড়া করেছ কারো সাথে?
না,
আসলে ব্যাপার তা তো নয়
হারিয়ে ফেলেছি ভাষা,
আজকে আমি খুব অসহায়
মনেতে নেই আশা।
কলম ধরতে কাপতেছে হাত
পাই না খুজে সুর,
উদাস মনে ভাবতেছি রাত
আাসতে কত দূর।
কবি,
কেন তুমি রাতের পাগল?
বলবে আমায় ভাই?
ব্যথিত কি মনের অতল?
জানতে আমি চাই।
আমি,
রাতের আশায় বসে আছি
চাঁদ দেখিতে চাই,
পাই না কইতে ক'দিন বাঁচি
জিবনের আশা নাই।