এলার্জি(26-08-2018)
রণজিৎ মাইতি
-------------
আজকাল রাস্তায় বেরোলেই চোখ করকর করে
তুমি বললে,এলার্জির এফেক্টে অনেকেরই এমন হয়
সহানুভূতির সাথে সুপরামর্শ দিলে চক্ষু বিশারদদের কাছে যেতে


যাই না,তবে কালো কাচের চশমায় ঢাকি চোখ
যদিও অভিব্যক্তি আত্মস্থ করতে ভেতরে ভেতরে খুঁজি নিজেকেই  নিজে
রেটিনায় ফুটে ওঠে বাস্তব বিম্ব
জলবিম্বের মতো ফাটে ফটফট


ফুটপাতে দুধের শিশুকে স্তন দিচ্ছেন যিনি
তাঁরও কি ছিলো না ঘর-বরের স্বপ্ন ?
ভাবতে গিয়ে চোখ আবারও করকর করে  
অসহ নিদাঘে গলতে শুরু করেছে হিমবাহ
গাল বেয়ে চিবুক,নামতে নামতে অধীত উপত্যকায় এসে বাধা পায়
গুনগুন করে গাই--- "হিন্দুস্থান হামারা" !!
সত্য মিথ্যা যাচাইয়ের জন্যে বাধ্য হই ইতিহাস চর্চায়


হাড় কাঁপানো শীতে জমে যায় ছাঙ্কুর জল ।
তখনও করকর করে জমে যাওয়া শুভ্র তুষারে  
তুমি বললে নিশ্চিত,এ নির্ঘাত শীত এলার্জি
বাধ্য খোকার মতো তখনও বাধ্য যাই ডাক্তারের কাছে ।
নানান পরীক্ষা নিরিক্ষায় ধরা পড়ে বিরল রোগ  
অধুনা এমন ব্যধি নাকি সচরাচর দেখাই যায় না,


আমি অবাক হই,অদূর ভবিষ্যতে আমি কি দেখতে পাবো না ডক্টর !
তিনি আমার মুখের দিকে তাকিয়ে বলেন---
পাবেন,দিন দিন বেশি দেখতে পাবেন
তবে করকরের জায়গা নেবে খচখচ
আসলে আপনার অশ্রু গ্রন্থটি একটা মস্ত দিঘি