ভাঙতে চাস ?(17-05-2019)
রণজিৎ মাইতি
--------------------
ভাঙতে চাস ?
আয় না ছুটে
তাগদ কতো দেখতে চাই

জীর্ণ বাড়ি
অনেক পাবি
সামনে আছে নবান্ন

ওই দেখা যায়
ভিমরুল চাক
ঘুষের টাকায় কলাগাছ

হেই-ই চাবাসি
জোরসে ঠেলো
হোক না ঝুরো খানখান

পাহাড় প্রমান
কু-সংস্কার
অন্ধ গলি চারপাশে

হারিয়ে যাবো ?
সেই গলিতে
ভাবনা সেটাই ভয়েরও

চোরা বালি
পায়ের নিচে
হারিয়ে যাবে সভ্যতা

ভাঙতে চাস ?
আয় না ছুটে
তাগদ কতো দেখতে চাই

ঈশ্বর আজও
প্রবাদপ্রতিম  
মুর্তি ভেঙে লাভ কি ভাই

আম জনতা
দেখছে সবই
দেবে জবাব ই.ভি.এম.ও