ভোলা(01-07-2019)
রণজিৎ মাইতি
--------------------
পৃথিবীর আদি থেকে ভোলাদের চিনি
যাদের অক্লান্ত শ্রম ও অম্লান হাসিতে হাসে এই সসাগরা সবুজ পৃথিবী
কতো তারা হারিয়ে গিয়েছে সময়ের স্রোতে
সে জায়গা নিয়েছে কোনও নতুন তারকা
অথচ ভোলারা থেকে গেছে তার নিজের জায়গায়
তার হাসি-কান্না,সুখ-দুঃখ প্রতিটি আবেগ
স্বরলিপি বর্ণদ্বয় রাগ অনুরাগ  


কেউ কি শোনাবে দরবারী,ঠাট বিলাবল !
সব বৃথা,নিষ্ঠুর হাত এসে চেপে ধরে গলা  
তাই শাড়ি অঙ্গের গানেও সেভাবে হৃদয় নাচেনা
বরং ভরতনাট্যম অথবা কথাকলির মতো ধ্রুপদী এদের জীবন
রোজ রোজ জীবীকার প্রয়োজনে এক আকাশ স্বপ্ন বুকে শহরতলি থেকে ভিড় ট্রেনে পা ফেলে শহরের বুকে
যেখানে ঘাম ও রক্তের মূল্য খুবই সস্তা
তাই শাকান্ন জোটাতেই সময় কাবার


সবকিছু বদলায় সময়ের স্রোতে
আমি-তুমি-সে ও ইট-কাঠ-মাটি
শুধু স্বপ্ন স্বপ্নের মতো,ভোলা থাকে ভোলার জায়গায়!