ফুয়েল (29-05-2019)
রণজিৎ মাইতি
--------------------
মুগ্ধতার আবেশ নিয়ে ফিরে আসি নিজস্ব জগতে
রুক্ষ,রূঢ়।অফিস ও বাড়ি সেই একই রুটিন
চেনা মুখ,বৈচিত্র্যের ছিটেফোঁটা নেই


পথের ধারে নেই রডোডেনড্রন,নাম না জানা কতো ফুল পাখি
মুক্ত বাতাস নেই,যে হাওয়া হৃদয় দোলায়
আর পাকদণ্ডি পথ ঘুরে ওঠা আর নামা


অবশ্য অফিসেও সিঁড়ি আছে,লিফট আছে
কিন্তু কে যে কখন ওঠে তরতরে করে,নামে তার চেয়েও দ্রুত
লাথির জোরও এমন হঠাত্ ধপাস
ভাঙা টেপ রেকর্ডারের মতো বেজে যায়
এক লয়,সুর
তেল ফুরিয়ে গেলে মেশিন কি চলে ?


কখন বুড়িয়ে গেছি নিজেই জানিনা
বিগত যৌবন কি দেবে ধার রক্ত ছিটে ফোঁটা?
শুধু হাতে এ জগতে চিড়েও ভেজেনা
বরং চিড়ে চ্যাপ্টা করে দেয় শেষ আমানত
যেটুকু জীবনীশক্তি কলের চাকায় পিষে নিংড়ে নেয় তেল


তাই বারবার ফিরে যেতে খুব ইচ্ছে করে
বাঁচার ফুয়েল,পাকদণ্ডি ঘুরে ঘুরে শুভ্র তুষার জগতে
যোগীশ্রেষ্ঠ মহাদেব যেখানে গভীর নিমগ্ন