হাসতে পারিনা(12-06-2019)
রণজিৎ মাইতি
--------------------
এখন প্রাণ খুলে হাসতে পারিনা !
হৃদয় উজাড় করে পারি কি কাঁদতে ?


বিশ্বাস ভঙ্গ হলে চিরচেনা শাদ্বল হয় ফুটিফাটা
চৌচির মাঠ জুড়ে জলছত্রের দাবীও তীব্র হয়
আবেদন অন্ন চাই,আজও সেই জল


মুণ্ডিতমস্তক জুড়ে চৈতন্য টিকি নেড়ে হয় কি সুরাহা তেমন?
নুর নেড়ে তোবা তোবা,খাসা বাক্যে তোফা আশা প্রদীপের নিচে
সব বৃথা,কল্পকথা আসলে আচার
দৃশ্যপট বদলায় সময়ের স্রোতে
অথচ স্থায়ী দাগ রেখে যায় ক্ষুধা ভূজঙ্গ
এখন কে পারে হাসতে বলো,কে পারে কাঁদতে ?