ম্যারাথন  (09-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
যাক,মন্দের ভালো
মানুষ সত্য বলে মানতে শিখেছে
অবশ্য সন্দেহের আকাশে সত্য-মিথ্যা দুইই সমান


ধর্মের প্রশ্নে উঠে আসে তাড়না বা প্রবৃত্তির কথা
চলুক লং মার্চ,লেফট রাইট লেফট
দীর্ঘ ম্যারাথনে পথে কি থাকেনা কোনও কাঁটা ?


এবার উট পাখির মতো মুখ তুলে --
ইতিহাসের পাতা খাই কুটি কুটি করে


আমাদের কীর্তি দেখে
মৌর্য সম্রাট অশোক আজও যতোটা হাসেন ঠিক ততোটা ভাঙেন


এতো সহজেই যেখানে সমাধান হতো
জটিল আবর্তে ঢুকে সুস্পষ্ট ঘোষণা করে  
আজও সেই কলিঙ্গ জীবিত আছে,অশোক ল্যংটো!!