ফালতু ফালতু,সব ফালতু(06-04-2019)
রণজিৎ মাইতি
--------------------
বোধের অগম্য হলেই বলি,----
আরে দূর দূর;যতো সব ফালতু বিষয়
মশাই,মশার কামড়ে কখনও কি মরে ইয়া বড়ো হাতি ?


লাখ টাকার প্রশ্নও বিকোয় জলের দরে
জল বস্তুটি তরল হলেও তেমন সরল নয়


বড়ো বিচিত্র এই নোনা জল
মিনারেল ওয়াটারের ধারে কাছেও কি পেরেছে ঘেঁষতে ?


বরং উচ্চনাদে বলি ফালতু;সব ফালতু
কারণ মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে মোসন পিকচার্স


সারণি ধরে এগিয়ে যাই;দিই সজোরে ধাক্কা
বেরিয়ে আসে ঝুলি থেকে বেড়াল
গুটিগুটি পায়ে সুড়সুড় এ ঘর ও ঘর


দীর্ঘ তালিকার মুখগুলো তবু আজও উজ্জ্বল
কোপারর্নিকাস ? জেলে ভরো
গ্যালিলিও গ্যালিলি ? সেলে ভরো
সক্রেটিস ? বিষে নীল করে দাও দেহ
খনা ? আলবাত্ , কেটে ফেলো জিভ আলজিভ ঠেসিয়ে
'মাইয়া মানুষের আবার বড়ো বড়ো কথা'
এই এলিমেন্ট গুলো আসলে কালকূট
বলুন,মাথার উপর দিয়ে বেরিয়ে গেলে মাথাকে কি দেওয়া যায় দোষ ?


ফিরে যেতে হয় পিপু ফিসুর গল্পের গভীরে
জ্বালাতুনে 'তিনকড়ি',প্লিজ একটু নাক ডেকে ঘুমাতে দাও না ভাই
আগুনেরও যতো আনন্দ ওই দহনেই


বৃষ্টির ছাঁট যতোক্ষণ না গায়ে এসে লাগছে বৃষ্টি চিনিনা !
লেপ্টে যাওয়া জ্যাবজ্যাবে সপসপে পোশাকই বলে দেবে 'মুষলধারে'র সংজ্ঞা
সরি,বাইরে আমায় তাকাতে বলো না

আচ্ছা,আমি কি মহামূর্খ কালিদাস !
আসন্ন সন্ধ্যায় তুমি দেখো কালবৈশাখী ঝড় ও বৃষ্টি
আমি দেখি লোকচক্ষুর অন্তরালে বছরভরই ঝরে অঝোরে  
জন্ম,মৃত্যু,মুক্তি ও মোক্ষের মতোই