কি করা উচিত
কবি মুহম্মদ রাসেল হাসান


হরেক রকম পাপড়ি দিয়ে কি চমৎকার উল বোনা
তোমায় শুধু দেখেই যাবো, বোটা থেকে তুলবো না।


ভেবে থাকলেও সেটা এখন হয়ে যাচ্ছি 'থ'
যে ফুল দেখেই পার করছি অযুত বসন্ত


যে ফুল নিয়ে কাব্য আমার, গপ্প আমার সব
সে ফুল অন্যে তুলে নিবে- কি করে সম্ভব!


আমার মতো পরিপূর্ণ, তাকে দেবে মূল্য কে?
তাকে দেখি নিতে চাচ্ছে অনেকগুলো ভুল লোকে।


ফুলটা আজও চিনেনি তাই নড়বড় ভরসার ভিত
অনিশ্চিয়তায় বলো আমার কি করা উচিত!


রচনা- রাত ১টা ৩৬মিনিট
২১ই অক্টোবর (প্রথম প্রহর), ২২
নগুয়া কুশলগাঁও, নেত্রকোণা।