সমুদ্র না পাহাড়
কবি মুহম্মদ রাসেল হাসান


একদিন আমাকে এক সাংবাদিকে জিজ্ঞাসিল
-আচ্ছা কবি বলুন এখন
সাগর আপনার বেশি প্রিয়, নাকি পাহাড়?
আমি বললাম- সমুদ্র আর গিরিপবর্বত দুটোই ভালো লাগার।


সাংবাদিকে হেসে বলল
-এটা কেমন করে সম্ভব, কবি ভাই
- কেন, অসম্ভবের ছিটেফোঁটাও নাই।
পাহাড় আমার চোখকে কাড়ে
সাগর কাড়ে মন
আর বনজঙ্গল আবাদেই হয় মানবজীবন।


-কেমন করে একসাথে দুই স্পর্শ করা যায়?
আমি বললাম- অসম্ভব কি যদি আমি
পর্বতমালা মুখে নিয়ে সাগরে বেড়াই?


-সন্নিকটে উভয় আছে এ ছিলনা মনে!
-আছে আপনার চোখের সামনেই
লুকিয়ে নির্জনে।


আবোল তাবোল কি বলছেন ভাই কবি?
এ জায়গা কই? মিথ্যাবাদী;
আপনার মুখে এমন কথা মানায়?
-হা হা হা। আছে সে এক দেশ যেখানে
ভুলক্রমেও সূর্যের আলো পৌছে নাই।


রচনা- রাত ১১টা ৪৫
৩রা সেপ্টেম্বর ২২
নিজগৃহ, নগুয়া কুশলগাঁও, নেত্রকোনা।