চলতে চলতে বাড়তেই থাকে
খুব সুন্দরী বিশ্রাম রাত
ঘনিয়ে ঘনিয়ে বাড়ছে আঁধার
চারিদিকে তাই এতো চুপচাপ ।
গগন বাগানে তারাগুলি জ্বলে
কতো খুশি মনে মিটিমিটি করে
আমবাগানের কালো ছায়া তলে
স্বাধীনতা নিয়ে জোনাকিরা উড়ে ।
তেঁতুল গাছের আঁকাবাঁকা ডালে
পত্রমঞ্জুরি আছে চোখ বুজে
চুলে গেছে ছেয়ে তোর ভরা গালে
স্বপনে যে তুই কাকে পেলি খুঁজে ।
ফুলের বাগানে শত ফুল ফোটে
চেয়ে আছে তারা ভোরের আশায়
যতো দেখি তোকে ততো জেগে ওঠে
ধরে নিয়ে যায় হ্রদয় বাসায় ।
ঘুম আসেই না কালো দুই চোখে
শুয়ে শুয়ে শুধু ঘোরাঘুরি করি
একা নিশি রাতে মন গেছে মেখে
জানি মন তুই করেছিস চুরি ।।


[এই কবিতাটি কলাব্রত্ত রীতিতে লেখা । প্রতিটি চরণের পর্ব বিভাগ
৬+৬ । ]