তোমার সাথে মন দেয়ানেয়া তো নতুন যৌবনে,
ভাটার টান কিভাবে অস্বীকার করি, বলো সাথী!
এখনও একই ভাবে তো তোমাকে কাছাকাছি চাই,
অথচ চাইলে কি আর প্লাবন আসে, দুকূল ভাসে?


মাঝেমাঝেই ভাবি সেই অপরিনত কলমের কথা,
ধার ছিলো, ছিলো তো গল্পও চারপাশটা ছড়িয়ে,
কেমন যেন হারিয়ে গেছে সেদিন, শতশত মুখও,
ডানাছাটা পাখিদের এরকমই হয়, খাঁচার আকাশ।


এখনও কত কী বলতে চাই। কিন্তু উনিশ আসে না,
মেদবহুল এ শরীরের দোষটাই বা আর কোথায়?
কল্পনার পরীদের দৌরাত্ম বড়ই সীমাবদ্ধ, বন্ধু,
চনমনে ভাব চিরকালই কলিজায় লালের ঘনত্বে।


তাই তুমি যদিও আজো আছ, তবু থেকেও নেই।