অস্বচ্ছ রেখা ধরে নজর রেখে যেতেযেতে
থমকে যাই অন্ধকার পথেই ,দিকভ্রষ্ট হই।
তবু এগিয়ে যাই পরের পাতায় নজর রেখে,
বেশ বুঝতে পারি পথচলাটা খুব সহজ নয়।
দেখতেও পাই - রেখা আর সরল থাকে না।


ঘানির তেলে যেন আজ আগুন লেগে গেছে।
ফাউ পাওনা! যতই বলো ভাগ্যে থাকা চাই।
কেউকেটা তো হাতের ছোঁয়ার মায়াবী খেলা!
কপালে চিরাচরিত ঘটে যাওয়া শ্রেণী বৈষম্য।
যথারীতি অমানুষদের দল বাড়াতেই আমরা।


কবে জানি না হঠাৎই পাওয়ার শিকেটা ছেড়ে!
জীবনভর দু এক‌ দিন তো হাতেই গোনা যায়।
নদীর ধারায় আচমকা আসে কখনো জোয়ার,
তবুও সবই হার মানে ভাটার নিরঙ্কুশ এ টানে,
অমোঘ তন্ত্রনীতির কাছে। নজরে ঘোলাটে ভাব।