ঘরের সুবাদে কিছু জমি দিয়েছিলে।
বহুযত্নে আঁকড়ে ধরে এক যাদুবলে,
বাগিচা গড়ছি এই মনের আঙিনায়।
অনেক ছোট বড় গাছই শোভা পায়,
ভোর আলোয় অনেক ফুলের মেলা,
পাখির কলকাকলি,চলে যায় বেলা।


ছিলো আকাশ নীলেতে শুদ্ধ বাতাস,
মনোমোহিনী নয়নেও ছিলো বিশ্বাস।
আত্মভোলা লতায় বাঁধা গুচ্ছফুলের,
তোড়াখানা কোণে ছিলো বালিশের।
স্বপ্নজাল বুনতে তো সময় লাগে না,
কে বলবে কোথা নিত্য আনাগোনা?


এখন বাতাসও ব্যস্ত পৈশাচিক নাচে,
ধূলিকণায় নিশ্বাসে স্তর জমেই গেছে,
দেয়ালে পিঠগুজে একলা বসে থাকা,
সবুজ বাগানে কই ফুল থোকাথোকা,
চৈত্রশেষ বেলায় আর তাপ কোথায়?
শুধু একা শুয়ে আছি বিলাস শয্যায়।