দিন গুনি পলগুলোকে পলকে এক করে,
দিন জমাই এবড়োখেবড়ো বাদ রেখেই।
তবুও গতানুগতিক কিভা‌বে মেলে?
কী জানি!
কত না রকমফেরে দৈনন্দিন তালিকা !!
মিল মাত্র একজায়গায়,
কেউ থাকে না।


রাজসিক সংগ্রাম বা হাটের হেঁটুরে,
যাকিছু গোছ করে গোছাই,
হাতে থেকে সব,
একখন্ড শিলাবৃষ্টির শিল হয়েই,
কখন যে গলে যায়।  
কিংবা বাস্প সেজে মেঘপরীর দেশে,
শুধু একাই আমি পড়ে...