১) পথ বলে

কায়া তো ছাড়ে না ছায়া,
ছাড়লে আঁধারে যাওয়া।

২) মায়াবী

মন ভোমরা পোষ তো মানে না,
আকাশ পারে তার আনাগোনা।

৩) হালের পানি

কচিকাঁচা শিশুদের শ্রমে ব্যবহার!
মালিক নজর জুড়ে শুধু অত্যাচার।

৪) উপরওয়ালা

ছন্দে বলা মন্দ কথার চাল,
তারামণ্ডলে ধুম্রজটাজাল।

৫) বাঁচার উপায়

যাবার সময় যেতেই হবে
শুধু কর্মটা রয়ে তা যাবে।

৬) বিক্রি

মানবতার দুহাত ধরে,
ধূর্ত মানুষ খেলা করে।